আমরা লাইভে English মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

রাসায়নিক কনটেইনারটি নিয়ন্ত্রণে আনাই মূল লক্ষ্য: ফায়ার সার্ভিস

kjkiuu

ছয় থেকে সাতটি কনটেইনারের ভেতর আগুন জ্বলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আক্তারুজ্জামান। এই কনটেইনারগুলোয় রপ্তানি পোশাক রয়েছে বলে জানান তিনি। এর পাশেই একটি কনটেইনারে রাসায়নিক থাকতে পারে বলে ধারণা করছেন মো. আক্তারুজ্জামান। তিনি বলেন, এখন লক্ষ্য ওই কেমিক্যালের কনটেইনারটি নিয়ন্ত্রণে আনা।

সরেজমিন দেখা যায়, ডিপোর ভেতরের পশ্চিম পাশে কয়েকটি কনটেইনারে আগুন জ্বলছে। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের ওপর ফায়ার সার্ভিসের সদস্যরা পানি ছিটানোর কাজ করছেন। অর্ধশতাধিক কনটেইনার থেকে এখনো ধোঁয়া উঠছে। পূর্ব পাশের টিনশেডের ভেতরে আগুন জ্বলছে। পুরো এলাকা আগুনে পুড়ে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

ডিপোর ভেতরে এখনো রাসায়নিকের ধোঁয়া উঠছে। ডিপোর মূল ফটকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। তাঁরা সাধারণের প্রবেশ নিয়ন্ত্রণে রেখেছেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের ২৫টি দল কাজ করছে। রাতে যোগ দিয়েছে ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের বিশেষ দল। সকালে ফায়ার সার্ভিসের মোট ১০টি দল কাজ করছে।